বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ০০:০০ টা

ট্যাংক-লরি নিয়ে আন্দোলনে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দীর্ঘদিন থেকে সিলেটে চলছে জ্বালানি তেলের তীব্র সংকট। পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না থাকায় ইতোমধ্যে জ¦ালানি শূন্য হয়ে পড়েছে অনেক পেট্রোল পাম্প। ফলে জ¦ালানি তেল সংকট নিরসন, রাষ্ট্রীয় শোধনাগারগুলো পুনরায় চালু, সিএনজি গ্যাসের লোড বাড়ানোসহ ৬ দফা দাবিতে ট্যাংক-লরি নিয়ে আন্দোলনে নেমেছেন সিলেটের ব্যবসায়ীরা।

জ¦ালানি তেল ও গ্যাস বিপণন ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ৫টি সংগঠন মিলে ‘সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প, সিএনজি, এলপিজি, ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’ গঠন করে গতকাল থেকে আন্দোলনে নেমেছেন তারা।

গতকাল সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে প্রায় ৪০০ ট্যাংক লরি নিয়ে বিক্ষোভ র‌্যালি বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। র‌্যালিটি সোবহানী ঘাট-বন্দর-তালতলা-আম্বরখানা ঘুরে ফের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে গিয়ে শেষ হয়। ট্যাংক লরির র‌্যালির কারণে এ সময় নগরীর বিভিন্ন পয়েন্টে যানজটেরও সৃষ্টি হয়।

সিলেট বিভাগীয় ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি হুমায়ূন আহমদ জানান, জ¦ালানি তেল সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সব সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল ট্যাংক লরি বিক্ষোভ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই দাবিগুলোর বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর