বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ০০:০০ টা

রাষ্ট্রায়ত্ত পাটকলের কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সার্ভিস বেনিফিট ও পিএফসহ বিভিন্ন পাওনাদি পরিশোধের দাবিতে খুলনায় সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল খালিশপুর জুট মিলের গোল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদ খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের আঞ্চলিক কমিটির সদস্য সচিব এসএম জাকির হোসেন। বক্তারা বলেন, বিজেএমসি ও অধিনস্ত পাটকলের প্রায় ২১০০ অবসরপ্রাপ্ত কর্মচারি-কর্মকর্তা তাদের পাওনাদি না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। অবিলম্বে বকেয়া পাওনাদি পরিশোধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে একই দাবিতে ১৬ মার্চ খুলনার খালিশপুর ও আটরা শিল্প এলাকায় রাজপথে শব মিছিল এবং ২১ মার্চ বিজেএমসির প্রধান কার্যালয়ের সামনে গণ অনশন অনুষ্ঠিত হবে। সমাবেশে আরও বক্তৃতা করে পাটসুতা বস্ত্রকল সংগ্রাম পরিষদের আহ্বায়ক হারুনার রশিদ মল্লিক, হুমায়ুন কবির খান, মঞ্জুরুল করিম, আব্দুল ওহাব মোল্লা।

সর্বশেষ খবর