বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ০০:০০ টা

বরিশালে নিষেধাজ্ঞা ভেঙে মাছ ধরায় ২৫ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ অভয়াশ্রমে মাছ ধরার অভিযোগে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২৫ জেলেকে আটক করেছে নৌপুলিশ ও র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ মিটার অবৈধ জাল ও ২০ কেজি ইলিশ উদ্ধার করে তারা। জেলা মৎস্য বিভাগের সহায়তায় গতকাল সকাল ৬টা থেকে বিকাল পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়। মৎস্য বিভাগ সূত্র জানায়, ইলিশসহ সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশ অভয়াশ্রমে পয়লা মার্চ থেকে দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নদীতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ। বরিশাল জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, গতকাল সকাল থেকে জেলার কালাবাদর, গজারিয়া ও মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে ২৫ জেলেকে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশসহ আটক করা হয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে। ভ্রাম্যমাণ আদালতের বিচার অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর