বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ ০০:০০ টা

অ্যাসিড নিক্ষেপের ঘটনায় চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীতে তনয়া (২০) নামের গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও ননদসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, তনয়ার স্বামী মিলন খান, ননদ রুবিনা বেগম, ননদের স্বামী হেলাল চৌকিদার ও ছেলে সাগর চৌকিদার। আরিফ মহিউদ্দিন আহমেদ আরও জানান, গাজীপুরের টঙ্গি থেকে মামলার প্রধান আসামি মিলনসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক থাকায় র‌্যাব গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের খোঁজা হচ্ছিল। গৃহবধূর স্বজনরা ও পুলিশ জানায়, দাম্পত্য কলহের জেরে গত ২ মার্চ গভীর রাতে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামে তনায়ার বাবার বাড়িতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিড নিক্ষেপ করে তার মুখমন্ডল ও শরীরের কিছু অংশ ঝলসে দিয়েছে আসামিরা।

 গুরুতর আহত ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে গলাচিপা হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর