শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

মোটরসাইকেলে গেল তিন বন্ধুর প্রাণ

৯ জেলায় ছাত্রলীগ কর্মীসহ নিহত আরও ১৩, কুমিল্লায় বাসে আগুন

প্রতিদিন ডেস্ক

মোটরসাইকেলে গেল তিন বন্ধুর প্রাণ

বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশের ৮ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ১২ জন। এদিকে কুমিল্লায় দুই বাসের মধ্যে চাপা পড়ে ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় বাসে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

টঙ্গী প্রতিনিধি : শাহজাহান নামে এক গার্মেন্টস কারখানার কর্মকর্তা মটরসাইকেলে (উবার) ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এসময় গাজীপুরের টঙ্গী বনমালা এলাকায় পৌছলে একটি প্রাইভেটকারের দড়জার সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। এসময় পেছন থেকে আসা ঢাকা গামী কাভার্ডভ্যানের চাপায় তার মৃত্যু হয়। শাহজাহান বোর্ডবাজার এম জে ফ্যাশন কারখানার জিএম। বাগেরহাট : মোংলা উপজেলার মৌখালীতে বুধবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। তারা হলেন- মোংলা পৌর শহরের বায়জিদ (২২), জাকারিয়া (২০) ও সাকিব (২০)। বায়জিদ ও সাকিব মামাতো-ফুফাতো ভাই। ঠাকুরগাঁও : বালিয়াডাঙ্গী-লাহিড়ী সড়কে মোটরসাইকেল ও নসিমন সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন সুজন ইসলাম (১৭) ও দেলোয়ার (২০)। অন্যদিকে দুপুরে শহরের বিসিক এলাকায় ট্রলির ধাক্কায় নুরুল ইসলাম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কুমিল্লা : বুড়িচং উপজেলার নাজিরা বাজারে  বাসচাপায় দিদার হোসেন (৫০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। এদিকে দেবিদ্বার উপজেলার বেগমাবাদে দুই বাসের চাপায় নিহত হয়েছেন রবিউল ইসলাম (২০) নামে এক ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বাসে অগ্নিসংযোগ করেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বগুড়া : দুপচাঁচিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন আদমদীঘি যুব উন্নয়ন অফিসের কর্মচারী আবদুল আলিম খান (৪৬)। এদিকে ধুনট উপজেলার গোঁসাইবাড়ী সড়কে ট্রাকের ধাক্কায় মারা গেছেন অটোভ্যান যাত্রী বুলি খাতুন (৪০)। চট্টগ্রাম : সকালে হাটহাজারী উপজেলার শিকারপুরে দাঁড়ানো কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় মারা গেছেন চালক তৌহিদুল ইসলাম আসিফ (২৫)। মৌলভীবাজার : বড়লেখায় জিপগাড়ির ধাক্কায় সাব্বির হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সকালে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের তালিমপুরে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া : মিরপুরের কামিরহাটে সকালে নছিমন উল্টে নিহত হয়েছেন মনা (২২) নামে এক কাপড় ব্যবসায়ী। তিনি সদর পৌরসভার বাসিন্দা। সুনামগঞ্জ : বুধবার রাতে সুনামগঞ্জ পৌর শহরে ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী রাসেল আহমদ (২০)। তার বাড়ি জেলার বিশ্বম্ভরপুরে। নোয়াখালী : সুবর্ণচরে পিকআপ ভ্যান উল্টে নিহত হয়েছেন নাছির (৪০) নামে একজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর