শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে এবার আম উৎপাদনে রেকর্ডের আশা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর আমগাছগুলোতে এসেছে মুকুল। কোনো কোনো গাছ মুকুলে নুয়ে পড়েছে। এবার আম চাষের পরিমাণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে গত বছরের চেয়েও বেশি আম উৎপাদন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার এরই মধ্যে মুকুল থেকে কোনো কোনো গাছে গুটিও এসেছে। আবহাওয়া এখনো অনুকূলে থাকায় মুকুল থেকে কোনো গাছে গুটিও এসেছে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুল আলীম জানান, এবার রাজশাহীতে ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। যা গতবার ছিল ১৭ হাজার ৯৪৩ হেক্টর। সেখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল দুই লাখ ১৪ হাজার ৪৮৩ মেট্রিক টন। সে লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গিয়েছিল। ফলে এবার ৫৮২ হেক্টর জমিতে আমচাষ বেশি হওয়ায় গতবারের চেয়ে উৎপাদন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার মেট্রিক টন। যা গতবারের চেয়ে আড়াই হাজার মেট্রিক টন বেশি। আর এটি হলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেও আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর