শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা
ঢাবির শতবর্ষ

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা আজ

শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের মিলনমেলা বসবে আজ। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্বের ২৫ দেশে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৩২৭ জন প্রাক্তনী অনলাইন ও সশরীরে অংশ নেবেন। এ মিলনমেলা উপলক্ষে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সার্বিক প্রস্তুতি শেষ করা হয়েছে। সেখানে নির্মাণ করা হয়েছে কার্জন হলের আদলে আলোকোজ্জ্বল তোরণ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এবারের মিলনমেলা আয়োজন করা হয়েছে ভিন্নমাত্রায়। জানা গেছে, আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৮টা থেকে অ্যালামনাই ও অতিথিরা প্রবেশ করতে শুরু করবেন। ১০টায় রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। ১০টা ৫০ মিনিটে প্রকাশিত গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ শিল্পীর আঁকা ১০০ ছবির প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর