শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

১০ বছর ধরে মেয়াদোত্তীর্ণদের হাতে চট্টগ্রাম যুবলীগ

নিস্তেজ হয়ে পড়েছে সংগঠন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম যুবলীগের তিন সাংগঠনিক কমিটি মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা। পৃথক তিন কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে ১০ বছরের ওপরে। এ কমিটিগুলোর হাতে পড়ে নিস্তেজ অবস্থায় রয়েছে সংগঠন। কাজ করছে দায়সারাভাবে। জানা গেছে, চট্টগ্রাম মহানগর যুবলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১৩ সালের ১৩ জুন। মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমনকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাসের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। এ তিন মাসের কমিটি এখন ১০ বছর চলছে। অন্যদিকে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের কমিটিও ঘোষণা করা হয় ২০১৩ সালে। সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এ এস এ আল মামুনকে সভাপতি ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়েছিল। এ কমিটি ১০ বছর পার হচ্ছে বর্তমানে। অন্যদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সর্বশেষ কমিটি হয় ২০১০ সালে। আ ম ম টিপু সুলতান চৌধুরীকে সভাপতি ও অধ্যাপক পার্থ সারথি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, একাধিকবার উদ্যোগ নেওয়ার পরও নানা জটিলতায় কমিটি করা যায়নি। বর্তমানে যেহেতু কেন্দ্রীয় যুবলীগে নতুন নেতৃত্ব এসেছেন তাই বিভিন্ন জেলা কমিটি ও চট্টগ্রাম নগর যুবলীগের কমিটি গঠন সহসা হতে পারে। তবে কখন, কীভাবে ঘোষণা আসবে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তা ছাড়া কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সম্মেলনসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনাও হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী বলেন, ‘কিছুদিন আগে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করে বিস্তারিত বলেছি। রমজানের পরে মে মাসের শেষের দিকে সম্মেলন করার জন্য আলোচনা হয়েছে। ইতোমধ্যে নেতা-কর্মীদের জীবনবৃত্তান্তও নেওয়া হচ্ছে।’ তবে যুবলীগের সাংগঠনিক কর্মসূচি নিয়মিত করা হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে দীর্ঘ বছর পরই নতুন কমিটি হবে বলে জানান তিনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর