রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

খুলনায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বেপরোয়া কিশোর গ্যাং

আজ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ফুলতলায় মেয়েদের উত্ত্যক্তে বাধা দেওয়ায় ‘কিশোর গ্যাং’য়ের হাতে খুন হন এম এম কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী সৈয়দ আলিফ রোহান (২০)। বৃহস্পতিবার কলেজে আসার কিছুক্ষণ পরই কিশোর গ্যাংয়ের সদস্যরা মোটরসাইকেলযোগে ক্যাম্পাসে ঢুকে দ্বিতীয় গেটের ভিতরে দাঁড়িয়ে থাকা আলিফকে খুঁজে বের করে। এরপর তার বুক ও পেটে ছুরিকাঘাত করে তাজপুর গ্রামের দিকে চলে যায়। হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আলিফের মৃত্যু হয়। ফুলতলার পায়গ্রাম কসবা গ্রামের রহমানিয়া প্লিমেন্টারি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের উত্ত্যক্তে বাধা দেওয়ায় বখাটেরা আলিফকে ছুরিকাঘাতে হত্যা করে। গতকাল এ ঘটনায় গ্রেফতার কিশোর গ্যাং সদস্য দীপ্ত সাহা (২১) পুলিশে দেওয়া স্বীকারোক্তিতে এসব কথা জানায়। সে ফুলতলা বাজারের গুড় ও চিনি ব্যবসায়ী দীপক সাহার ছেলে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস তালুকদার বলেন, দীপ্ত সাহার হাতে নখের আঁচড় ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সে স্বীকার করেছে হত্যার সময় ধস্তাধস্তিতে তার হাত কেটে যায়। সে হত্যায় জড়িত কিশোর গ্যাং শান্ত-হাসনাত-তাছিন গ্রুপের অন্যদের নামও স্বীকার করেছে।

স্থানীয়রা জানান, শান্ত-হাসনাত-তাছিনসহ আরও কয়েকটি গ্রুপ বেপরোয়া হয়ে উঠেছে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাব বিস্তার করতে পাড়া-মহল্লায় বখাটেদের সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিলে ছোট ছোট গ্রুপ তৈরি করেছে। মাদক ব্যবসা, সড়কে বিকট শব্দে মোটরসাইকেল চালানো, স্কুল-কলেজের সামনে আড্ডা দেওয়া, মেয়েদের উত্ত্যক্ত করাসহ নানা ধরনের অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাং।

নিহত শিক্ষার্থীর বাবা পায়গ্রাম কসবা গ্রামের সৈয়দ আবু তাহের বলেন, ‘হত্যাকান্ডের তিন-চার দিন আগে রহমানিয়া প্লিমেন্টারি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় উঠতি বখাটেরা মোটরসাইকেলে এসে মেয়েদের ছবি তোলাসহ দৃষ্টিকটু আচরণ করছিল। আলিফসহ গ্রামের লোকজন তাদের বাধা দেয়। এ ঘটনার প্রতিশোধ নিতে কিশোর গ্যাং শান্ত-হাসনাত-তাছিন গ্রুপ আলিফকে হত্যা করে।’ তিনি এ হত্যার বিচার দাবি করেন। পুলিশ জানায়, হত্যা মামলায় শান্ত, হাসনাত, তাছিনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে হত্যার প্রতিবাদ, আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে আজ (রবিবার) এম এম কলেজ ক্যাম্পাসে মানববন্ধন হবে। এতে নিহতের শিক্ষক-সহপাঠী, পরিবারে সদস্যরা উপস্থিত থাকবেন। এ ছাড়া নিহতের খালাতো বোন চিত্রনায়িকা শাহনূর ফুলতলা থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে ভাই হত্যার বিচার চেয়েছেন। তিনিও মানববন্ধনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর