আজ থেকে শুরু হলো পবিত্র কোরআন নাজিলের মাস পবিত্র রমজান। খোশ আমদেদ মাহে রমজান। আহলান সাহলান মোবারক হো মাহে রমজান। বছর ঘুরে এবার মুসলিম উম্মাহর মাঝে আবার ফিরে এলো রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এই মাস। এই মাসেরই কদরের রাতে নাজিল হয়েছিল মানব জাতির হেদায়েতের গ্রন্থ আল কোরআন। আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবেকদর। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে, গতকাল বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে চাঁদ দেখার এই ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ইসলামিক ফাউন্ডেশন গতকাল এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ৩ এপ্রিল থেকে পবিত্র রমজান গণনা শুরু হবে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত পালিত হবে পবিত্র শবেকদর।’
ধর্মপ্রাণ মুসল্লিরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদে মসজিদে গতকাল রাতেই এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ আদায় করেন। এরপর ভোর রাতে সাহরি খেয়ে শুরু করেন রমজান মাসের কঠোর ব্রত সিয়াম সাধনা।