শুক্রবার, ২০ মে, ২০২২ ০০:০০ টা

কৃষিজমি সংরক্ষণ বিল আরও পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

‘কৃষিজমি (যথাযথ ব্যবহার ও সংরক্ষণ) বিল-২০২২’-এর গুরুত্ব বিবেচনায় সংসদে উত্থাপিত বেসরকারি বিলটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘বেসরকারি সদস্যদের বিল এবং  বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি’র সপ্তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আবদুল মজিদ খানের সভাপতিত্বে কমিটির সদস্য মো. মুজিবুল হক, সেলিম আলতাফ জর্জ এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার বৈঠকে অংশ নেন।

জাতীয় পার্টির এমপি রওশন আরা মান্নান বেসরকারি বিল হিসেবে এটি সংসদে উত্থাপন করেন। প্রস্তাবিত বিলটির মাধ্যমে দেশের ভূমি যথাযথ ব্যবহার ও কৃষিসম্পদ অর্জন ও সংরক্ষণে সহায়ক হবে। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প-কারখানা স্থাপন, রাস্তাঘাট নির্মাণ, অপরিকল্পিত আবাসন ও অন্যান্য স্থাপনা নির্মাণের ফলে কৃষিজমি দিন দিন হ্রাস পাওয়ায় প্রস্তাবিত বিলটি কার্যকর হলে কৃষিজমির ব্যবহার ও সংরক্ষণ করা সম্ভব হবে বলে কমিটিতে আশা প্রকাশ করা হয়।

সর্বশেষ খবর