শিরোনাম
শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

জাপানি দুই শিশুর মা-বাবার পৃথক আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

সাবেক স্বামী ইমরান শরীফের বিরুদ্ধে জাপানি নারী নাকানো এরিকোর করা আদালত অবমাননার আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এরিকোর বিরুদ্ধে ইমরানের করা পাল্টা আদালত অবমাননার আবেদন এবং তাদের দুই শিশুকে নিয়ে জাপানে যেতে এরিকোর আরেকটি আবেদনও নাকচ করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল পৃথক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালতে এরিকোর আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও আহসানুল করিম। অন্যদিকে ইমরান শরীফের পক্ষে শুনানি করেন আইনজীবী আখতার ইমাম ও রাশনা ইমাম। ইমরান ও এরিকোর তিন সন্তানের মধ্যে একজন আছে জাপানে। আদালতের আদেশে বাকি দুজন ঢাকায় তাদের মায়ের সঙ্গে আছে। আদালতের নির্দেশেই মায়ের জিম্মায় থাকা শিশুদের সঙ্গে বাবার দেখা করার সুযোগ রয়েছে।তবে ওই নির্দেশনা অমান্য করে ইমরান শরীফ জোর করে মাঝে-মধ্যেই শিশুদের নিয়ে বাইরে বেরিয়ে যান বলে এরিকোর অভিযোগ। এ কারণে গত ১৬ মে ইমরানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগটি করেছিলেন এরিকো। অন্যদিকে ইমরানের অভিযোগ, আদালতের আদেশের পরও সন্তানদের সঙ্গে সে অনুযায়ী তাকে দেখা করতে দেওয়া হয় না। এ কারণে একই দিনে তিনিও আদালত অবমাননার পাল্টা অভিযোগ করেন নাকানো এরিকোর বিরুদ্ধে। এদিকে গ্রীষ্মের ছুটিতে দুই মেয়েকে নিয়ে জাপানে যাওয়ার সুযোগ চেয়ে ১৭ মে আপিল বিভাগে আরেকটি আবেদন করেছিলেন মা নাকানো এরিকো। শুনানি শেষে গতকাল তিনটি আবেদনই খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর