রাজধানীতে ধারাবাহিক অভিযান চালিয়ে মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের ২৬ সদস্যকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাব। সোমবার দিবাগত রাতে খিলগাঁও, পল্টন, মুগদা, শাহজাহানপুর, শাহবাগ, মতিঝিল এবং হাতিরঝিলে এসব অভিযান চালানো হয়। এসময় গ্রেফতারদের কাছ থেকে অজ্ঞান করা ও ছিনতাইয়ে ব্যবহৃত মলম, টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস) পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, প্রতিদিন অপ্সান পার্টি ও ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অসংখ্য যাত্রী-পথচারী। এ ভুক্তভোগীদের বেশির ভাগই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যান না। যার ফলে সংঘবদ্ধ অপ্সান পার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা দিন দিন বেপরোয়াভাবে বাড়ছে। এ চক্রের সদস্যদের প্রায় সবাই মাদকাসক্ত। সাম্প্রতিককালে অপ্সান পার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বাড়ার বিষয়টি আমলে নিয়ে র্যাব-৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একটি দল রাজধানীর খিলগাঁও, পল্টন, মুগদা, শাহজাহানপুর, শাহবাগ, মতিঝিল এবং হাতিরঝিল এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে এসব চক্রের ২৬ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে তিনটি এন্টিকাটার, ১১টি ব্লেড, ১০টি মলম, একটি চাকু, নয়টি মোবাইল সেট ও তিন হাজার ২৯০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা বলেন, বাসস্ট্যান্ড ও রেলস্টেশন এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা ঘোরাফেরা করে। সহজ-সরল যাত্রীদের টার্গেট করে ডাব, কোমলপানীয় কিংবা সাধারণ পানির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে। কখনো বাস ও ট্রেনে চড়ে যাত্রীদের পাশে বসে নাকের কাছে চেতনানাশক ওষুধে ভেজানো রুমাল দিয়ে তাদের অজ্ঞান করে থাকে। বিষাক্তপানীয় সেবন করার বা বিষাক্ত স্প্রের ঘ্রাণ নেওয়ার পর যাত্রী অজ্ঞান হয়ে পড়লে তার সর্বস্ব কেড়ে নিয়ে চক্রের সদস্যরা ভিড়ের মধ্যে মিশে যান।
এ ছাড়া কখনো ভিড়ের মধ্যে যাত্রীদের চোখে-মুখে বিষাক্ত মলম বা মরিচের গুঁড়া বা বিষাক্ত স্প্রে মেরে তাদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয়। অন্যদিকে সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলি-গলিতে ওত পেতে থাকে। সুযোগ বুঝে তারা পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজি অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত জনশূন্য সড়ক, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠে।