রাজধানীর হাতিরঝিলে গাঁজা দিয়ে ফাঁসিয়ে মাদক মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই মামলায় আসামি করা হয়েছে আনোয়ার হোসেন ও শাহাদাত হোসেন নামে দুজনকে। স্বজনদের অভিযোগ, তাদের হাতে গাঁজা ধরিয়ে দিয়ে মামলা দেওয়া হয়েছে। তবে কী কারণে এবং কেন দেওয়া হয়েছে তা তারা জানেন না। এ অভিযোগের পর গতকাল হাতিরঝিল থানায় খোঁজ নিয়ে জানা গেছে, মামলাটি হয় ২৫ জুন। মামলায় জব্দ তালিকায় সাক্ষী করা হয়েছে একই থানার এসআই দানা মিয়া, বড় মগবাজার বাটারগলির বাসিন্দা হৃদয় মোল্লা এবং পেয়ারাবাগ এলাকার জিসান নামে দুই তরুণকে। এ বিষয়ে জানতে হৃদয় মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ সম্পর্কে আপনার সঙ্গে পরে কথা বলব।’ আর জিসান এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন হোসেন জানান, মামলাটি তদন্তাধীন। এ নিয়ে এখন কোনো কিছু বলা যাবে না।
মামলার বাদী এসআই রহমতউল্লাহ রনি এজাহারে উল্লেখ করেন, ২৪ জুন রাত ১১টায় বড় মগবাজারের রেললাইন সংলগ্ন সোহেলের ভাঙাড়ির দোকানের সামনে মাদক বিক্রির খবরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আনোয়ার ও শাহাদাতকে আটক করা হয়। আনোয়ারের দেহ তল্লাশির সময় তার ডান হাতে থাকা সাদা রঙের শপিং ব্যাগে খবরের কাগজে মোড়ানো ২০০ গ্রাম এবং শাহাদাতের ডান হাতে সবুজ রঙের পলিথিন ব্যাগে থাকা ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
সূত্র জানায়, ঘটনার পরদিন এসআই রনির বিরুদ্ধে তেজগাঁও বিভাগের ডিসির কাছে একটি অভিযোগ দিয়েছেন জোনাল এসি আশিক হাসান।