শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

দুঃশাসন আর সিন্ডিকেটে জনগণ অসহায় : রিজভী

নিজস্ব প্রতিবেদক

দুঃশাসন আর সিন্ডিকেটে জনগণ অসহায় : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দুঃশাসন আর সিন্ডিকেটের কারণে জনগণ অসহায়।

গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরে তিনি ‘অর্পণ সংঘ’ নামের একটি সংগঠনের উদ্যোগে যুবদলের সাবেক নেতা মরহুম জিএস বাবুলের স্ত্রীর হাতে অর্থ সহায়তা তুলে দেন। রিজভী আহমেদ বলেন, দেশে কোনো আইনের শাসন নেই। সিন্ডিকেট করে দ্বিগুণ থেকে তিন গুণ ভাড়া আদায় করা হচ্ছে। এই সিন্ডিকেট এমনভাবে চেপে বসেছে মানুষ মুখ ফুটে কিছু বলতে পারছে না। কোরবানির হাটেও সিন্ডিকেট করছে আওয়ামী লীগের লোকজন। তিনি বলেন, উন্নয়নের নামে এত লাফালাফি হলো, এখন বিদ্যুৎ কোথায়। দেশে নাকি বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। তাহলে এত লোডশেডিং কেন।

তিনি বলেন, উন্নয়নের নামে দুর্নীতি করে যে টাকা পাচার করা হয়েছে- এর কুফল মানুষ এখন ভোগ করছে। বিদ্যুৎ খাতে জনগণের ভর্তুকির টাকা হরিলুট করা হয়েছে। বিদেশে পাচার করা হয়েছে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর