শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঈদ কাটবে বসুন্ধরার ত্রাণে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ঈদ কাটবে বসুন্ধরার ত্রাণে

সিলেটের কানাইঘাটে বন্যার্তদের মধ্যে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ করছেন থানার ওসি তাজুল ইসলাম -বাংলাদেশ প্রতিদিন

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি অসহায় মানুষের মধ্যে গতকালও ত্রাণ বিতরণ করা হয়েছে। ঈদের আগে ত্রাণ হিসেবে নিত্যপণ্য পেয়ে দারুণ খুশি অসহায় লোকজন। বসুন্ধরার ত্রাণ পাওয়ায় এবার ঈদের দিন অন্তত দুই বেলা দুই মুঠো খাবার খেতে পারবেন বলে জানিয়েছেন তারা। সিলেট জেলা পুলিশ বসুন্ধরা গ্রুপের এ ত্রাণ বানভাসি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। গতকাল সিলেটের বিশ্বনাথ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, গোলাপগঞ্জ, সদর, গোয়াইনঘাটসহ বিভিন্ন উপজেলা এলাকায় ত্রাণ বিতরণ করেন সংশ্লিষ্ট থানার ওসিরা। তাঁরা নৌকায় করে পানিবন্দি লোকজনের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেন। এ ছাড়া বিভিন্ন জায়গায় বন্যার্ত লোকদের জড়ো করে সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয় ত্রাণ। বসুন্ধরা গ্রুপের ত্রাণের প্যাকেট হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বানভাসিরা। জকিগঞ্জ    থানার দরিয়াপুর গ্রামের আসকর আলী বসুন্ধরার ত্রাণ হাতে পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, স্ত্রী আর এক ছেলে নিয়ে সংসার তাঁর। বন্যার কারণে মারাত্মক অনটনে কাটছে তাঁর সংসার। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পাওয়া ত্রাণ দিয়ে ঈদের দিন পর্যন্ত চলে যাবে তাঁর। বসুন্ধরা গ্রুপের ত্রাণ পাওয়ায় অন্তত ঈদের দিনের খাবার নিয়ে তাঁকে আর দুশ্চিন্তা করতে হচ্ছে না। প্রসঙ্গত, ২৯ মে থেকে এখন পর্যন্ত সিলেট জেলায় বসুন্ধরা গ্রুপ থেকে ২৪ হাজার প্যাকেট ত্রাণ পাঠানো হয়। জেলা পুলিশ, জেলা প্রশাসন ও সেনাবাহিনীর মাধ্যমে এ ত্রাণ বিতরণ করা হয়। সুনামগঞ্জেও সমানসংখ্যক প্যাকেট ত্রাণ পাঠানো হয়।

সর্বশেষ খবর