সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

রাজবাড়ীতে ৬০ কোটি টাকা লোপাট

জেকা বাজারে সিআইডির অভিযান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ২০ হাজার গ্রাহকের  প্রায় ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজারের মালিক জাবিউল্লাহ খানকে নিয়ে অভিযান চালিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল শহরের নান্নু টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশ কিছু দলিল, স্ট্যাম্প ও ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করা হয়। সিআইডির সহকারী পুলিশ সুপার দেওয়ান আবুল  হোসেনের নেতৃত্বে পুলিশ এই অভিযানে অংশগ্রহণ করেন। দীর্ঘ ১০ মাস পর সিআইডির অভিযানে শনিবার ফরিদপুরের আলিপুর থেকে গ্রেফতার করা হয় প্রতিষ্ঠানটির পরিচালক ও  মালিক জাবিউল্লাহ খানকে। জানা যায়, স্বল্প মূল্যে মোটরসাইকেল,  প্রসাধনীসহ নানা প্রলোভন দেখিয়ে গ্রহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় জেকা বাজার। প্রায় ২০ হাজার গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব টাকা দিয়ে পরিবারের বিভিন্ন সদস্যদের নামে রাজবাড়ী শহর ও কালুখালীতে ফ্ল্যাট ও জমি কিনেছেন প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকরা।

গ্রাহকরা টাকা চাইতে গেলে টাকা ফেরত না দিয়ে হুমকিসহ নানা টালবাহানা করে প্রতিষ্ঠানটি।

টাকা বিনিয়োগ করে সর্বস্ব হারিয়ে মানবেতন জীবন কাটাচ্ছেন গ্রাহকরা।

অভিযান শেষে রাজবাড়ী সিআইডির পরিদর্শক মো. জিল্লুর রহমান বলেন, প্রতারণার মামলায় জেকা বাজারের মালিক জাবিউল্লাহ খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অর্থ পাচার মামলার প্রাথমিক প্রমাণ মিলেছে। জাবিউল্লাহ খানসহ এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা দায়ের করা হবে।

অভিযান পরিচালনার সংবাদে জিকা বাজারের প্রতারিত শত শত গ্রাহক তাদের বিনিয়োগের অর্থ ফেরত পেতে পুলিশের কাছে ভিড় জমায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর