শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

রাতের আলো কমছে খুলনায়

নগরীতে ২৬ হাজার স্ট্রিট লাইটের জ্বলবে অর্ধেক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

রাতের আলো কমছে খুলনায়

বিদ্যুতের ব্যবহার কমাতে রাতের বেলায় ২৬ হাজার স্ট্রিট লাইটের (সড়কবাতি) অর্ধেক জ্বালানোর উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন। একই সঙ্গে নগরীর বিভিন্ন মোড়ের উজ্জ্বল আলোর হাই-মাস্ট লাইটের অর্ধেক জ্বালানো হবে। কর্মকর্তারা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যেই স্ট্রিট লাইটের অর্ধেকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। এতে বিদ্যুতের ব্যবহার ১৫ থেকে ২০ শতাংশ কমানো যাবে। বর্তমানে কেসিসিতে অফিস ভবন, বিভিন্ন স্থাপনা ও স্ট্রিট লাইটে প্রায় ১ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হয়। কেসিসির বিদ্যুৎ শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, এরই মধ্যে সন্ধ্যা হওয়ার পর স্ট্রিট লাইট জ্বালানো ও ফজরের আগেই তা বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সিঙ্গেল লাইনে স্ট্রিট লাইটের ক্ষেত্রে একটার পর একটা জ্বালানো হবে। চূড়ান্ত সিদ্ধান্তের পর সিঙ্গেল লাইনে একটার পর একটা লাইটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। জানা যায়, সড়কের মাঝামাঝি থাকা দুটি স্ট্রিট লাইটের (ডাবল ব্রাকেট) ক্ষেত্রে একটা লাইট বন্ধ রাখা হবে। কর্মকর্তারা জানান, বিদ্যুতে ব্যবহার কমাতে ২২টি পয়েন্টে প্রায় দুই কিলোমিটার এলাকায় সোলার এলইডি লাইট স্থাপন করা হয়েছে। যা বর্তমানে বিদ্যুৎ সাশ্রয়ে কাজে লাগছে। এ ছাড়া ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সোনাডাঙ্গা সোলার পার্কের সক্ষমতা বৃদ্ধি করতে প্রকল্প নেওয়া হয়েছে। এই বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। বর্তমানে এখানে ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। যা দিয়ে সোলার পার্কের অফিস ভবন ও পার্কের স্ট্রিট লাইট জ্বালানো হয়।  কেসিসির বিদ্যুৎ শাখার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ জানান, বিদ্যুতের ব্যবহার সাশ্রয়ী করতে প্রাথমিকভাবে ৭০৪টি স্ট্রিট লাইট বন্ধ করা হচ্ছে। এতে প্রায় ৪২ কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয়ী হবে। পর্যায়ক্রমে আরও স্ট্রিট লাইট কমানো হবে। তিনি বলেন, রাতের বেলায় ১২টার পর থেকে স্ট্রিট লাইটের উজ্জ্বলতা কমিয়ে বিদ্যুতের ব্যবহার কমানো হচ্ছে। শেষ রাতের দিকে লাইটের আলো অনেকখানি কমানো হয়। এদিকে শহরের প্রধান সড়কগুলোতে দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে সেখানে সিঙ্গেল লাইনে একটার পর একটা লাইট বন্ধ রাখলে পর্যাপ্ত আলোর অভাবে দুর্ঘটনা বা নিরাপত্তাহীনতা দেখা দিতে পারে। ফলে সার্বিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়েছে বিভিন্ন নাগরিক সংগঠনের নেতারা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর