শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

‘জ্বালানি নীতির ফলে বিদ্যুৎ খাত সংকটে পড়েছে’

নিজস্ব প্রতিবেদক

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে যথাযথ ভূমিকা না নিয়ে, কমিশন এজেন্ট ও কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে সুযোগ দিতে আমদানিনির্ভর জ্বালানি নীতির ফলে দেশের বিদ্যুৎ খাত সংকটে পড়েছে। সরকারের ভুল নীতি ও দুর্নীতির দায় জনগণ নেবে না। নেতৃবৃন্দ বলেন, জনগণের টাকা খরচ করা হবে অথচ ওই টাকা খরচ নিয়ে যাতে প্রশ্ন করা, আইনি ব্যবস্থা না নেওয়া যায়, সে জন্য দায়মুক্তি আইন করা হয়েছে। নেতৃবৃন্দ জ্বালানি খাতের দায়মুক্তি আইন বাতিল, ভুল নীতি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন। গতকাল  বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় কমিটির ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির ঢাকা মহানগর নেতা জুলফিকার আলী। বক্তব্য রাখেন জাতীয় কমিটির অন্যতম সংগঠক অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আবদুস সাত্তার, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জাতীয় কমিটির ঢাকা মহানগর সমন্বয়কারী খান আসাদুজ্জামান মাসুম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর