শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত । কালের কণ্ঠের যৌথ গোলটেবিল বৈঠক

বন্যা মোকাবিলায় নদীর নাব্য বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, সিলেটের বন্যা থেকে আমরা বেশি শিক্ষা নিয়েছি। বন্যা মোকাবিলায় নদীর নাব্য বাড়াতে হবে। আমরা বন্যার ক্ষয়ক্ষতি কমাতে সিলেট-সুনামগঞ্জে জলযান বাড়ানোর উদ্যোগ নিয়েছি। ৪০০ জলযান বাড়িয়ে ডিপিপি প্রণয়ন করতে দিয়েছি। এটা হলে সংকট অনেকটাই কাটিয়ে উঠতে পারব। ২০২১-২২ অর্থবছরে ৬০টি উদ্ধারকারী জলযান প্রস্তুত করেছি। সেগুলো এবারের বন্যায় সহায়তা দিয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কালের কণ্ঠের কনফারেন্স রুমে ‘উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা শিক্ষণীয়, করণীয় ও পুনর্বাসন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বৈঠকটি যৌথভাবে আয়োজন করে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি, ব্র্যাক ও কালের কণ্ঠ। সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন।

বৈঠকে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক সাজেদুল হাসান, সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রায়হান, জিআইজেডের টেকনিক্যাল অ্যাডভাইজর ফারহানা রব সাথী, ব্র্যাকের জেন্ডার মেইনস্ট্রিমিং, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির লিড মাহবুবুল আলম, একাত্তর টেলিভিশনের সাংবাদিক নাজনীন মুন্নি ও সুনামগঞ্জ সদরের সুরমা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মাজেদা আক্তার প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর