শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

বুড়িগঙ্গায় বর্জ্য না ফেলার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

কেউ যাতে বুড়িগঙ্গা নদীতে নতুন করে কোনো বর্জ্য না ফেলতে পারে সে লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বুড়িগঙ্গা নদীর তলদেশের বর্জ্য অপসারণ করার সুপারিশ করা হয়। এ ছাড়া এই অঞ্চলে ব্রিটিশ আমলে যেসব নদী ছিল এবং বর্তমানে যেসব নদী আছে তার একটি তালিকা প্রদানের সুপারিশ করে কমিটি।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৪৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম। কমিটির সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল ও এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ আরও জানায়, বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশন এর সার্বিক কার্যক্রম নিয়ে পর্যালোচন অনুষ্ঠিত হয়। বৈঠকে নদী, খাল-বিল, জলাশয় দূষণ প্রতিরোধে শিক্ষা-কার্যক্রমে জনসচেতনতামূলক প্রবন্ধ সংযুক্তকরণসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পানি দূষণের বিভিন্ন ধরণ সম্পর্কে হাতেকলমে শিক্ষা দেওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার সুপারিশ করা হয়।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর