সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

ভুয়া পেজ খুলে প্রতারণা আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভুয়া ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মশিউর রহমান (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। গতকাল  সকাল সাড়ে ১১টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-৭ এর উপঅধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান। একটি মোবাইল কোম্পানির অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, অস্বাভাবিক মূল্য ছাড়ের বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করছিলেন মশিউর। মেজর মো. রেজওয়ানুর রহমান জানান, গত শুক্রবার দিবাগত রাতে সুধারাম থানাধীন মাস্টারপাড়া পাটোয়ারী এলাকায় অভিযান চালিয়ে তার কক্ষ থেকে দুটি আইপি টেলিফোন, একটি রাউটার, একটি মনিটর, একটি সিপিউ, একটি কি-বোর্ড, একটি মাউস, একটি চেকবই, একটি ইসলামী ব্যাংক ভিসা কার্ড, একটি কার ব্যাগ, দুটি ভিজিটিং কার্ড ও নগদ ১৩ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানে জিনিসপত্র উদ্ধার করা গেলেও মশিউরকে আটক করা যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে চট্টগ্রামের উত্তর পতেঙ্গা এলাকা থেকে মশিউর রহমানকে আটক করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর