মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

টানা পতনের পর উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

টানা পতনের পর উত্থান শেয়ারবাজারে

টানা নয় কার্যদিবস দরপতনের পর উত্থানে ফিরল শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের শুরুতে বড় দরপতন দেখা দিলেও পরে মূল্যসূচক এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। মূল্যসূচক বৃদ্ধির সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। লেনদেন শেষে ডিএসইতে ১৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩১টির এবং ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন রবিবারের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮২ পয়েন্টে উঠে এসেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকা। রবিবার লেনদেন হয় ৪৭০ কোটি ৯৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ৯৮ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। শেয়ারদর এক টাকা ৭০ পয়সা বেড়ে ১১৬ টাকায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় স্থানে কেডিএস এক্সেসরিজের ২৩ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং।  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১১৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৬ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৯টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর