মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ না করে ফিরে এলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ না করে ফিরে আসার অভিযোগ ওঠেছে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজংয়ের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের অন্যতম বৃহৎ কোয়ারি ভোলাগঞ্জ থেকে সরকারি নিষেধাজ্ঞায় প্রায় দুই বছর ধরে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। গেল কয়েক দিন ধরে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে রাতের আঁধারে একটি চক্র অবৈধভাবে পাথর উত্তোলন করে পার্শ্ববর্তী কলাবাড়ির মাহবুব স্টোন ক্রাসারে নিয়ে মজুদ করে। পরে ক্রাসার মেশিনের মাধ্যমে পাথর ভেঙে তা বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে গত রবিবার কোম্পানীগঞ্জ থানার ইউএনও লুসিকান্ত হাজং পুলিশ নিয়ে মাহবুব স্টোন ক্রাসারে গিয়ে অবৈধভাবে উত্তোলিত পাথর মজুদ করে রাখার প্রমাণ পান। কিন্তু তিনি পাথরগুলো জব্দ না করে ফিরে আসেন। এ প্রসঙ্গে জানতে ইউএনও লুসিকান্ত হাজংয়ের সরকারি নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, ‘পাথরের ব্যাপারে ইউএনও সিদ্ধান্ত নিবেন। পাথরগুলো কোয়ারি থেকে অবৈধভাবে উত্তোলন করা হয়েছে এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ এ বিষয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, ইউএনও পাথর জব্দের জন্য ওসিকে দায়িত্ব দিয়েছেন। ওসি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ খবর