মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণ ষড়যন্ত্র : রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণ ষড়যন্ত্র : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হঠাৎ করে বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রী নরম সুরে কথা বলছেন, চায়ের দাওয়াত দিচ্ছেন, এসব স্বাভাবিক বিষয় না, এর ভিতর নতুন ষড়যন্ত্র রয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ‘প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে এলে বিএনপিকে চা খাওয়াব’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, আপনার চায়ের দাওয়াত, সেই চায়ের মধ্যে কী থাকবে, ধুতুরার ফুল থাকবে, নাকি হ্যামলোকের রস থাকবে, এটা মানুষের মনে প্রশ্ন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন শান্তিপূর্ণভাবে ঘেরাও কর্মসূচি করলে চায়ের দাওয়াত দেবেন।

হঠাৎ আপনার গলার সুর এত নরম হলো কেন? আপনার সুর যখন ক্ষীণ হয় তখন বুঝতে হয় বিরোধী দলের ওপর মনে হয় আরও কিছু ভয়ংকর নির্যাতন নেমে আসছে।

আপনি এর আগেও বলেছেন বিএনপিকে, আপনারা মামলার কাগজগুলো পাঠান। তখন আমরা দেখেছি আরও ব্যাপকভাবে মামলা দিয়েছেন আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাহেব প্রায়ই বলে থাকেন নির্দলীয় নিরপেক্ষ সরকার সংবিধানে নেই। দেশে কোনো অর্থনৈতিক সংকট নেই। প্রধানমন্ত্রীকে বলব, ৯৫-৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে এলো কী করে। এটার দৃষ্টান্ত তো আপনারাই দেখিয়েছেন। আপনার সাধারণ সম্পাদক বলছেন, সংকট নেই। প্রধানমন্ত্রী আপনি সাবধান থাকবেন। এই সংকট চললে এর যে পরিণতি হবে, তখন আপনার সাধারণ সম্পাদক আপনার আশপাশের লোকেরা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবেন। সেই শিক্ষাটাও এর আগে আমরা পেয়েছি। ওবায়দুল কাদের, শেখ সেলিম সব বলে দিয়েছিলেন গোয়েন্দাদের কাছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মীর শরাফত আলী সপু, আবদুস সালাম, কাজী মনিরুজ্জামান ও আমিনুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর