বুধবার, ২৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

অর্থ সংকটে চট্টগ্রাম সিটি করপোরেশন

উন্নয়ন প্রকল্পে ধীর গতির শঙ্কা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগর উন্নয়নের প্রধান সেবা সংস্থা। বছর জুড়ে চলে উন্নয়ন কাজ। কিন্তু ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে অর্থ সংকটে পড়েছে সংস্থাটি। বর্তমানে অন্তত ২০টি চলমান উন্নয়ন প্রকল্পে এর প্রভাব পড়েছে। ফলে উন্নয়ন প্রকল্পে ধীর গতির শঙ্কা দেখা দিয়েছে। চসিক মেয়রও অভ্যন্তরীণ সভাসমূহে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। চসিক সূত্রে জানা যায়, বর্তমানে অন্তত ২০টি বড় উন্নয়ন প্রকল্প চলছে। এর মধ্যে নগর ভবন, বাস টার্মিনাল নির্মাণসহ ৩ হাজার ২৭৭ কোটি টাকার ৯টি গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান। কিন্তু বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রকল্পগুলোর মধ্যে কোনোটির জন্য অর্থ ছাড় মিলছে না। ফলে এসব প্রকল্প এখন অনেকটাই বন্ধের মতোই মুখ থুবড়ে পড়ে আছে। তবে নগরের অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৫০০ কোটি টাকার মেগা প্রকল্পের কাজটির দাফতরিক প্রক্রিয়া চলছে।

চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন করে কোনো প্রকল্প গ্রহণ করা হচ্ছে না। তাছাড়া চলমান প্রকল্পগুলোতেও নতুন করে অর্থ ছাড় দেওয়া হচ্ছে না। তবে জনস্বার্থবিষয়ক জরুরি কাজগুলো চলমান রাখা হচ্ছে। চসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে প্রকৌশল বিভাগের অধীনে সরকারের অনুমোদিত এমন অন্তত ২০টি প্রকল্প আছে। এর মধ্যে ২২৯ কোটি টাকার নগর ভবন নির্মাণ প্রকল্প, ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে বহদ্দারহাট থেকে বারৈইপাড়া পর্যন্ত নতুন খাল খনন প্রকল্প, ৫৯ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নগরের বিবির হাটে আধুনিক কিচেন মার্কেট নির্মাণ প্রকল্প, ২৯৭ কোটি টাকা ব্যয়ে বালুচড়া এলাকায় নগরের যানজট নিরসনের আধুনিক সুবিধা সংবলিত বাস টার্মিনাল নির্মাণ প্রকল্প, ২৩১ কোটি ৪২ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে ‘পরিচ্ছন্নতাকর্মী নিবাস’ নামে সেবক নিবাস নির্মাণ এবং ২৬০ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে নগরের সড়কসমূহে এলইডি লাইট স্থাপন প্রকল্প। তাছাড়া নগরের সৌন্দর্যবর্ধন শীর্ষক প্রায় ১ হাজার টাকার একটি প্রস্তাবিত প্রকল্পের খসড়া তৈরি হয়েছে। এটিও এখন স্থগিত হয়ে আছে। এর সঙ্গে আছে, রাজস্ব খাতে ফুটপাত উন্নয়ন প্রকল্প, রাজস্ব খাতের পকেট ল্যান্ডের সৌন্দর্যবর্ধন, আয়বর্ধকসহ বিভিন্ন প্রকল্প চলমান আছে। স্থগিত হয়ে আছে নগরের জলাবদ্ধতা নিরসনে অন্যতম মাধ্যম ২১টি খাল সংস্কার-উন্নয়ন প্রকল্পও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর