রাজশাহীর মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের কামারপাড়া বাজারে সড়ক ও জনপথ (সওজ) অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেয়। অভিযানের দুই ঘণ্টা পর উচ্ছেদের জায়গায় ছাত্রলীগ ও যুবলীগ কার্যালয় করার জন্য আলাদা দুটি ব্যানার টাঙিয়ে দখলে নেওয়া হয়েছে। সওজ সূত্র জানায়, কামারপাড়া বাজারে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে অবৈধ দোকান থাকায় তীব্র যানজট তৈরি হতো। সেখানে দুর্ঘটনাও ঘটেছে একাধিকবার। এ জন্য অভিযান চালিয়ে শতাধিক পাকা, আধাপাকা ও টিনশেডের দোকানঘর উচ্ছেদ করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। অভিযান শেষে ঘটনাস্থল ছেড়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে সেখানে রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হাজির হন। এ সময় মহাসড়কের পূর্ব পাশে ‘রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের প্রধান কার্যালয়’ লেখা ব্যানার টাঙিয়ে দেন তারা। এর পাশেই আরেকটি ব্যানারে লেখা আছে ‘৩ নম্বর রায়ঘাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রধান কার্যালয়।’ স্থানীয়রা জানিয়েছেন, ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ এই ব্যানার টাঙিয়েছে। তারা বিষয়টি ঊর্ধ্বতন নেতাদের জানিয়ে কাজটি করেছেন। তবে এ বিষয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি আয়েজ উদ্দিন বলেন, উচ্ছেদ করা জায়গায় নয়। ফাঁকা জায়গায় যুবলীগের অফিসের জন্য ব্যানার ঝোলানো হয়েছে। রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান মিঠু বলেন, সেখানে ব্যানার টাঙিয়ে জমি দখলের বিষয়টি তিনি শুনেছেন। ইউনিয়নে ছাত্রলীগের দুটি কমিটি চলমান। একটির সভাপতি তিনি। তার কমিটির কেউ এই কাজ করেনি। অন্য পক্ষ করতে পারে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, সেখানে তার ছবি দিয়ে ব্যানার টাঙানোর কথা শুনেছেন। তার কাছে শুনে এটা করা হয়নি। শুনেছেন উচ্ছেদের সময় সেখানে রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তিনি এ ব্যাপারে বলতে পারবেন। যুবলীগের ব্যানারে ছবির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ বলেন, তিনি শুধু উচ্ছেদের কথা শুনেছেন।
তারপরে কে তার ছবি ব্যবহার করে জায়গা দখল করেছেন এটা তিনি জানেন না। তিনি আরও বলেন, ‘এটাও উচ্ছেদ করে দিন।’
সড়ক ও জনপথ উপবিভাগ-২ রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ্ মো. আসিফ বলেন, কামারপাড়া বাজার এলাকায় অবৈধ দোকানপাট ছিল দুই পাশেই। দীর্ঘদিন ধরে সেখানে যানজট লেগেই থাকত। দুর্ঘটনাও ঘটত। তারা একটি ভালো কাজ করে এসেছে, শুনেছি সেখানে দুটি ব্যানার টাঙিয়ে জায়গা দখলের চেষ্টা করা হয়েছে। এ বিষয়টি তাদের নজরে এসেছে। এটা সরকারি জায়গা। কেউ দখল করতে পারবেন না।