শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ইবি ক্যাম্পাসজুড়ে সাপ আতঙ্ক

দ্রুত ঝোপঝাড় পরিষ্কারের দাবি

রাকিব হোসেন, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসে বেড়েছে সাপের উপদ্রব। আবাসিক হলের কক্ষ থেকে শুরু করে ক্যাম্পাসের রাস্তাগুলোতে দিনদুপুরে দেখা মিলছে সাপ। এতে আতঙ্কে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দ্রুত ঝোপঝাড় পরিষ্কারের দাবি জানিয়েছেন তারা। সরেজমিনে দেখা যায়, আবাসিক হলগুলোর আশপাশে, মফিজ লেক, ক্রিকেট ও ফুটবল মাঠ, একাডেমিক ভবন এবং শিক্ষকদের আবাসিক ভবনসহ বিভিন্ন জায়গায় আগাছা ও ঝোপঝাড় বেড়েছে। এসব জায়গায় সাপ সহজে বসবাস করছে। খাবারের প্রয়োজনে প্রতিনিয়ত সাপ ঝোপঝাড় থেকে বেরিয়ে আসছে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হচ্ছেন। জানা যায়, গত শুক্রবার নামাজ পড়তে যাওয়ার পথে রুবেল নামের এক শিক্ষার্থীর পায়ের নিচে সাপ পড়ে। এতে ভয় পায় ওই শিক্ষার্থী। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের নতুন ব্লকের পাঁচ তলায় একাধিক সাপের বাচ্চা দেখা দিয়েছে।

বিষয়টি হলের একাধিক শিক্ষার্থী নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু হলের একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীর গায়ের ওপর সাপ এসে পড়ে। এ ছাড়া ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিষধরসহ ৪০টি সাপ মারা পড়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল হুসাইন বলেন, ‘ক্যাম্পাস আগাছায় পরিপূর্ণ হয়ে আছে। একদিকে ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হচ্ছে অন্যদিকে সাপের আতঙ্ক বিরাজ করছে।’

প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আগাছা পরিষ্কারে কাজ চলছে। বিশ্ববিদ্যালয় মেডিকেলে সাপে কাটার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর