শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জনজীবন দুর্বিষহ করে তুলেছে সরকার : ইসলামী ঐক্য আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে সরকার জনজীবন দুর্বিষহ করে তুলেছে। বিশ্বে জ্বালানি তেলের দাম কমলেও সরকার রেকর্ড পরিমাণ ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে জনগণের ওপর অমানবিক বোঝা চাপিয়ে দিয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগরী ‘জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ এ কথা বলেন। মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান। আরও বক্তৃতা করেন মাওলানা এএমএম কামাল উদ্দিন, মাওলানা মো. আবু বকর সিদ্দিক, হাফেজ মাওলানা হযরত আলী ও এফএম আলী হায়দার প্রমুখ।

বক্তারা বলেন, সরকার দেশ চালাতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিভিন্ন মেগা প্রকল্পের নামে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। অযোগ্য ও অদক্ষ মন্ত্রী-এমúির ব্যর্থতায় প্রায় সব সেক্টরে আজ অরাজকতা। এ অবস্থা চলতে দেওয়া যায় না। গ্রেফতারকৃত সব আলেমের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর