সারা দেশে একযোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ২৭৫টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৫১ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। যার মধ্যে ৩২ হাজার ৮৬০ জন পুরুষ এবং ১৮ হাজার ৩৬৮ জন নারী। পরীক্ষার প্রথম দিনে গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার রাজশাহীর লোকনাথ উচ্চ বিদ্যালয়, পুঠিয়ার উপজেলার ধোকড়াকুল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সরজমিনে পরিদর্শন করেন। এছাড়া, বাউবির প্রো-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন কুমিল্লা হাই স্কুল, সুবরাতি শাহজাদী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা ইউসুফ হাই স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বলে জানিয়েছেন বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম মেজবাহ উদ্দিন।