শিরোনাম
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সরকারকে নিয়ে ষড়যন্ত্র করছে টিআইবি : খাদ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

রাশিয়া থেকে অস্বাভাবিক বেশি দামে গম কেনা হচ্ছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রবিবার যে বিবৃতি দিয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি টিআইবির ‘বেশি দামে গম আমদানি’ শিরোনামের একটি প্রেস বিজ্ঞপ্তি খাদ্য মন্ত্রণালয়ের নজরে এসেছে। এখানে ভুল ও অসঙ্গতিপূর্ণ তথ্য সন্নিবেশিত হয়েছে। মন্ত্রণালয় মনে করে সঠিক তথ্য গোপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনগণকে বিভ্রান্ত করতে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে টিআইবি। সরকারকে বেকায়দায় ফেলতে এ ষড়যন্ত্র করছে তারা। জনমনে এ ধরনের প্রেস বিজ্ঞপ্তি বিভ্রান্তি সৃষ্টি করে। টিআইবির বিবৃতিতে বলা হয়েছিল- গণখাতের ক্রয় আইন লঙ্ঘন করে রাশিয়া থেকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) ৫ লাখ টন গম কেনায় তৃতীয় একটি পক্ষকে যুক্ত করা হয়েছে। জবাবে মন্ত্রণালয় বলছে- গম ও চাল ক্রয়ে খাদ্য মন্ত্রণালয় গণখাতে ক্রয় আইনের কোনো লঙ্ঘন করেনি এবং কোনো তৃতীয় পক্ষকে ক্রয় প্রক্রিয়ায় যুক্ত করেনি।

কয়েকটি গণমাধ্যমের সংবাদে যে তৃতীয় পক্ষের নাম বলা হচ্ছে, তাদের রাশিয়া সরকারের পক্ষ থেকে লোকাল এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বেশি দামে গম কেনা হচ্ছে তথ্যটি সঠিক নয়। প্রডিনটর্গ রাশিয়ার গম রপ্তানির জন্য রাশিয়া সরকারের মনোনীত প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার প্রডিনটর্গকে মনোনীত করেনি। ২০১৬-২০১৭ অর্থবছর থেকে প্রতিষ্ঠানটি জি-টু-জি ভিত্তিতে বাংলাদেশে গম সরবরাহ করে আসছে। রাশিয়া বাংলাদেশকে দীর্ঘদিন ধরে জি-টু-জি কার্যক্রমে অন্যান্য দেশের মতো গম সরবরাহ করে আসছে। বিগত ২০২১-২০২২ অর্থবছরে প্রডিনটর্গ ৩ লাখ টন গম যথাসময়ে নিয়ম মাফিক বাংলাদেশকে সরবরাহ করেছে। ২০২০-২০২১ সালে করোনাকালে ২ লাখ টন সরবরাহে চুক্তিবদ্ধ ছিল। প্রতিকূলতার মধ্যেও তারা ১ লাখ টন গম সরবরাহ করে। পূর্ববর্তী ২০১৯-২০২০ অর্থবছরে প্রডিনটর্গ ২ লাখ টন গম বাংলাদেশকে সঠিকভাবে সরবরাহ করেছিল।

সর্বশেষ খবর