বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বঙ্গোপসাগরে লঘুচাপ সতর্ক সংকেত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল সকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা রয়েছে। কোথাও কোথাও গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। অধিকাংশ মাছ ধরা ট্রলার গভীর সমুদ্র থেকে এসে শিববাড়িয়া নদীর দুপাড়ে আলীপুর ও মহিপুর ঘাটে আশ্রয় নিয়েছে। আবহাওয়া অধিদফতর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। একই সঙ্গে সব মাছধরা ট্রলারকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

জেলে মো. নজরুল বলেন, কেবল ইলিশ ধরা পড়তে শুরু করেছে। এ অবস্থায় সাগর ফুঁসে উঠেছে। তারা ১৪ জেলে ঘাটে ফিরে এসেছেন।

মাছ ব্যবসায়ীরা জানান, জেলেরা ঢেউয়ের তাণ্ডবে টিকতে না পেরে জাল গুছিয়ে ঘাটে ফিরে এসেছে। তবে এখনো কিছু মাছ ধরা ট্রলার সাগরে অবস্থান করছে।

মাছ ব্যবসায়ী জাকির সরদার বলেন, সাগর উত্তাল থাকায় সোমবার বিকাল থেকে এসব মাছ ধরা ট্রলার আড়ত ঘাটে আসতে শুরু করেছে। শিববাড়িয়া নদীর দুপাড়ে সহস্রাধিক মাছধরা ট্রলার নোঙর করা অবস্থায় রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর