শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামের ডিসির বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে

উপজেলা চেয়ারম্যান সমিতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ষড়যন্ত্রীদের ষড়যন্ত্র সফল হয়নি, এগিয়ে যাবেন ডিসি। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ উপজেলা পরিষদ সমিতি চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এই সংকল্প ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসক মমিনুর রহমানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে স্বার্থান্বেষী মহলের কুৎসাচারের প্রতিবাদ জানান। অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পরিষদ সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি এবং রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ। উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ চট্টগ্রামের ১৫ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।  এহছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, চট্টগ্রামবাসীর স্বার্থে জেলা প্রশাসকের নানা সাহসী পদক্ষেপের কারণে সংঘবদ্ধ একটি প্রভাবশালী ও ভূমিদস্যু এবং বিভিন্ন অবৈধ কাজে জড়িত চক্র তাঁর ওপর রুষ্ট। এরা স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে জেলা প্রশাসককে চট্টগ্রাম থেকে সরিয়ে দিতে চাইছে। তাঁকে বদলি করা হলে চট্টগ্রামবাসীর স্বার্থ ক্ষুণœ হওয়ার শঙ্কা আছে। তিনি বলেন, ডিসির বিভিন্ন কল্যাণমূলক কাজে চট্টগ্রামবাসী উপকৃত হলেও কুচক্রীমহলের স্বার্থে ব্যাঘাত ঘটেছে। তাই তারা তাঁকে চট্টগ্রাম থেকে সরিয়ে দিতে চক্রান্ত করছে।

 আমরা জনপ্রতিনিধিরা কোনো গোষ্ঠীকে তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে দেব না। তাই প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে আমাদের দাবি- প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে সব চক্রান্ত রুখে সুশাসন প্রতিষ্ঠা করুন। সজাগ থাকুন, শিষ্টের লালনে নজির সৃষ্টি করা জেলা প্রশাসকের প্রতি যেন ন্যায়বিচার করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর