ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২ নম্বর গেটের কাছে পার্কিং করা যাত্রীবাহী একটি মিনিবাস থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় ওই মিনিবাসের সুপারভাইজারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- সুপারভাইজার উজ্জ্বল, রাসেল ও তার স্ত্রী সালমা। গতকাল বিকালে ডিএনসির ঢাকা মেট্রো উত্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢামেক হাসপাতালের ২ নম্বর গেট সংলগ্ন স্থানে পার্কিং করা একটি যাত্রীবাহী মিনিবাস তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। বাসটি হবিগঞ্জ থেকে ঢাকায় এসেছিল। এ ঘটনায় বাসের সুপারভাইজার উজ্জ্বলকে গ্রেফতার করা হয়। এ ছাড়া গাঁজা নিতে আসা রাসেল ও তার স্ত্রী সালমাকে গ্রেফতারও হয়। তারা গাঁজা নিতে গাজীপুর থেকে ঢাকা আসেন। এর আগেও উজ্জ্বল পার্শ্ববর্তী দেশ থেকে গাঁজা সংগ্রহ করে একাধিকবার ২০ থেকে ৩০ কেজি গাঁজা নিয়ে ঢাকা এসেছেন। তার ক্রেতা হচ্ছে গাজীপুর ও নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীরা।