মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পাল্টা আক্রমণের সময় এসে গেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

পাল্টা আক্রমণের সময় এসে গেছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভয়ের দিন চলে গেছে। পাল্টা আক্রমণের সময় এসে গেছে। সরকারের উদ্দেশে রিজভী বলেন, আপনাদের গুলির আঘাতে হয়তো আমাদের শোকের মিছিল আরও দীর্ঘ হবে। কিন্তু আমরা ভয় পাই না। আপনারা গুলি করেন আর ভাবছেন যে, আমরা ভয় পেয়ে গেছি। ভয়ের দিন চলে গেছে। কোনো ধরনের হুমকি, গুলি করে জনগণকে ভয়ের রাজত্বের মধ্যে রাখতে পারবেন না। ভয়ের রাজত্ব শেষ হয়ে গেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আয়োজক সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান শামীম সভায় সভাপতিত্ব করেন। রিজভী অভিযোগ করে বলেন, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী যে কর্মসূচি চলছে তার অংশ হিসেবে গতকাল গাজীপুরে কর্মসূচি শুরু করার সময় পুলিশ বেপোরোয়া আক্রমণ করেছে। আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন এবং অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। যুবদলের অনেক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। যুবনেতা জাকির, শাহজাহান, নাসির, মাসুম আরিফ, মারুফ গুলিবিদ্ধ হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর