বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শরতের প্রকৃতিতে কদমের আভা

রাজবাড়ী প্রতিনিধি

শরতের প্রকৃতিতে কদমের আভা

কদম বর্ষার ফুল। এ বছর বর্ষায় এ ফুলটি তেমন দেখা যায়নি। তবে শরতের আশ্বিনে রাজবাড়ীর প্রধান সড়কে হলুদে সেজেছে প্রকৃতি। প্রধান সড়কের বেশ কয়েকটি গাছে দেখা মিলেছে কদম ফুলের।

গতকাল জেলার প্রধান সড়কের অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে হলুদ কদম ফুল। একটু সামনে এগোলেই বড় মসজিদ। মসজিদের প্রবেশপথে আরও একটি গাছে ফুটেছে কদম ফুল। কদম নামটি এসেছে কদম্ব (সংস্কৃত) থেকে। প্রাচীন সাহিত্যের বিশাল অংশজুড়ে রয়েছে কদম ফুলের আধিপত্য। কদম ফুলের আদি নিবাস ভারতে উষ্ণ অঞ্চল, চীন ও মারয়ে। কদম গাছের পাতা লম্বা, উজ্জ্বল সবুজ ও চকচকে। বসন্তের শুরুতে গাছে নতুন পাতা গজায় এবং শীতে গাছের পাতা ঝরে যায়। কদম ফুল গোলাকার। পুরো ফুলটিকে একটি ফুল মনে হয়। আসলে কদম অসংখ্য ফুলের গুচ্ছ।

রাজবাড়ীর কবি নেহাল আহম্মেদ একদিন আগে কদম ফুলের তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন এখন তো আষাঢ় মাস না। কদম ফুল কি ভুল করে এসে পড়ল রাজবাড়ীতে।

সুনিল কুমার বিশ্বাস নামে একজন লেখেন, কদম ফুল ভালোবাসা দিতেই এ সময় রাজবাড়ীতে চলে এসেছে। কারণ কদম ফুল উজাড় করে ভালোবাসতে জানে।

কাকলি কেয়া নামে একজন জানান, মানুষ যেমন নিয়ম হারিয়ে ফেলেছে, প্রকৃতিও তাই নিজের নিয়ম থেকে সরে দাঁড়িয়েছে।

কলেজ শিক্ষার্থী সুগন্ধা সরকার বলেন, বৃষ্টির দিনে বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসছিলাম। হেঁটে আসার সময় দেখলাম একজন ছবি তুলছেন। উপরে তাকাতেই দেখলাম বৃষ্টিভেজা কদম। দুজন মিলে ছবি তুললাম। সত্যি অসাধারণ প্রকৃতি।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এস এম শহীদ নূর আকবর বলেন, এখন কদম ফুল অস্বাভাবিক কিছু নয়। তবে জলবায়ুর ব্যাপক পরিবর্তন হয়েছে। বৃষ্টির দিনে কদমের কথা শুনে ভালো লাগল। তিনি আরও বলেন, প্রকৃতিকে যেন প্রকৃতির নিয়মে চলতে দেওয়া হয়। তাহলে সবার জন্য মঙ্গল হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর