শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

করোনায় একজনের মৃত্যু শনাক্ত ৪৪৫

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৪৪৫ জনের দেহে। সুস্থ হয়ে উঠেছেন ৬৮৬ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৮.৯২ শতাংশ। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার, শনাক্তের সংখ্যা ও মৃত্যু কমেছে। আগের দিন ৪৫৬ জন নতুন রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। শনাক্তের হার ছিল ৯.৫৭ শতাংশ। মৃত্যু হয় দুজনের। অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৩১ হাজার ৪৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৭২ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিটি ছিলেন ষাটোর্ধ্ব নারী। তিনি রংপুর জেলায় হাসপাতালে ভর্তি ছিলেন।

সরকারি হিসাবে করোনায় এখন পর্যন্ত ১৮ হাজার ৭৫৯ জন পুরুষ ও ১০ হাজার ৬৩০ জন নারী মারা গেছেন। মৃতদের ৫৬ ভাগই বয়সে ছিলেন ষাটোর্ধ্ব। ১০ বছরের কম বয়সী শিশু মারা গেছে ৯০ জন। ১২ হাজার ৯৩০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যা মোট মৃত্যুর ৪৪ শতাংশ। সর্বনিম্ন ৯০২ জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর