রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
কাল জেলা পরিষদের ভোট

কম ভোটার নিয়ে বেশি টেনশনে প্রার্থীরা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে জেলা পরিষদের নির্বাচনে ভোটার মাত্র ২ হাজার ৭৩০ জন। তারপরও এই কম সংখ্যক ভোটার নিয়ে প্রার্থীদের টেনশন বেশি। নির্বাচনী মাঠে এটিই সবচেয়ে কম সংখ্যক ভোটার নিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। আগামীকাল জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ।  জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে ভোটার হলেন সিটি মেয়র, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার এবং পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর। তাঁরা সবাই জনপ্রতিনিধি ও সবাই সচেতন। রাজনীতিতেও কমবেশি সবাই সক্রিয়। তাই এসব ভোটারদের মন জয় করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বেগ পেতে হচ্ছে এমন ভোটারদের সম্মতি আদায় করতে। ফলে টেনশনও বাড়ছে। চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রকারের অনিয়ম-অভিযোগ সহ্য করা হবে না। এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না। যেখানে চারজন পুলিশ দরকার সেখানে ১২ জন দেওয়া হয়েছে। আমরা চাই সুষ্ঠু, সুন্দর ও পরিচ্ছন্ন নির্বাচন। এক বুথে একজন বের হওয়ার পর আরেকজন ঢুকতে পারবেন। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসাইন বলেন, জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে সিসি স্থাপন করা হবে। একই সঙ্গে কেন্দ্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ১৫ উপজেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন মিলে মোট ২ হাজার ৭৩০ জন ভোটার ভোট দেবেন। এক উপজেলায় দুটি করে বুথ থাকবে। ভোট নেওয়া হবে ইভিএমের মাধ্যমে।’ ইসি চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী নারায়ণ রক্ষিত।

তাছাড়া, সাধারণ সদস্য পদে ৪৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ হাজার ৭৩০ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৯৩ জন ও মহিলা ৬৩৭ জন। ১৫ উপজেলায় ৩০টি বুথ থাকবে। প্রতি উপজেলায় ভোট গ্রহণের জন্য চারটি করে ইভিএম থাকবে। এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১, ২, ৩, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা ভোট দেবেন হাটহাজারী উপজেলার ভোট কেন্দ্রে। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা ভোট দেবেন বোয়ালখালী উপজেলার শহর অংশের ভোট কেন্দ্রে। ২৩ থেকে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা ভোট দেবেন সীতাকুণ্ড উপজেলার ভোট কেন্দ্রে। ১৪ থেকে ২২ নম্বর ওয়ার্ড এবং ২৮ থেকে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা ভোট দেবেন কর্ণফুলী উপজেলার শহর অংশের ভোট কেন্দ্রে। ২৭ ও ৩৭ থেকে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা ভোট দেবেন আনোয়ারা উপজেলার ভোট কেন্দ্রে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর