রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ফেসবুক আইডি নেই

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বা টুইটারে কোনো অ্যাকাউন্ট নেই। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস রানা ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এ জন্য জনসাধারণকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার কোনো মাধ্যমেই নিজস্ব কোনো আইডি নেই। প্রধানমন্ত্রীর নামে খোলা প্রতিটি আইডিই ভুয়া। আর তাই ভুয়া আইডির ভুয়া পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে সাইকেল চালানো একটি ছবি শেয়ার করা হয়েছে। এতে বলা হয়েছে, ছবিটি প্রধানমন্ত্রীর ছোট বেলার ছবি। আসলে এই শিশুর ছবিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার ছবি নয়। ‘সেই ছোট বেলা’ শিরোনাম দিয়ে এই ভুয়া ছবিটি এই আইডি থেকে পোস্ট করা হচ্ছে এবং হাজার হাজার মানুষ না জেনে ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট ও শেয়ার করছেন।  সূত্র জানায়,  ' Prime Minister of Sheikh Hasina', ‘বিশ্বনেত্রী শেখ হাসিনা’, ‘মমতাময়ী নেত্রী’, ‘আমার নেত্রী শেখ হাসিনা’, ' Sheikh Hasina', 'Sheikh Hasina Wazed',  'Prime Minister Sheikh Hasina' সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরও অনেক ভুয়া আইডি আছে, যেগুলোর কোনোটাই সঠিক নয়।

সোশ্যাল মিডিয়ার কোনো মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আইডি নেই। ভুয়া আইডির ভুয়া পোস্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর