রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

জানমালের নিরাপত্তা ভোটের অধিকার নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

সাত দলীয় জোট আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোটের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণকে বাঁচাতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায়। গতকাল পুরানা পল্টনে পিএনপি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আগামী ১৭ অক্টোবর কুমিল্লায় সাতদলীয় জোটের সমাবেশ সফল করার লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পিএনপি ও সাত দলীয় জোটের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, স্বাধীনতার ৫১ বছরেও জাতি পরাধীনতার শিকল মুক্ত হতে পারেনি। তিনি বলেন, শোষণ নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জাতি সঠিক নেতৃত্ব পেতে চায়। এতে আরও বক্তব্য রাখেন মো. মমতাজ উদ্দিন মজুমদার, মো. মোস্তফা কামাল বাদল, মোবারক হোসেন, মো. আমিনুল ইসলাম সুমন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর