রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা এনপিপির

নিজস্ব প্রতিবেদক

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এনপিপির অঙ্গসংগঠন ন্যাশনাল পিপলস ওলামা পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে মাওলানা মুহাম্মদ লোকমান সাইফীকে সভাপতি ও মুফতি মুহাম্মদ ছাইফুর রহমান ছাইদীকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট ন্যাশনাল পিপলস ওলামা পার্টির কমিটি ঘোষণা করা হয়। এ সময় বলা হয়, এনপিপি একটি নির্বাচনমুখী দল। গত সংসদ নির্বাচনে ৮২টি সংসদীয় নির্বাচনী এলাকায় অংশগ্রহণ করা হয়। আগামী নির্বাচন ইভিএম বা ব্যালট যে নিয়মেই হোক এনপিপি তাতে অংশগ্রহণ করবে। মাওলানা মুহাম্মদ লোকমান সাইফির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন শেখ ছালাউদ্দিন ছালু, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই মণ্ডল, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, মো. আনিসুর রহমান দেওয়ান প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর