রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে দুই সার কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সিইউএফএল ও কাফকো সার কারখানা বন্ধ করা হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ দুটি সার কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে সিইউএফএলে গতকাল থেকে গ্যাস সরবরাহ করা শুরু হয়েছে। কারখানা দুটিতে গ্যাস সরবরাহ করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ দুটি কারখানায় দৈনিক গ্যাসের চাহিদা ৮০ মিলিয়ন ঘনফুট। জানা যায়, সচল থাকলে সিইউএফএল দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদন করে। বার্ষিক উৎপাদনক্ষমতা ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন এমোনিয়া। তাছাড়া, কাফকো প্রতিদিন প্রায় ১৫০০ মেট্রিক টন এমোনিয়া এবং ১৭৫০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে। ১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সিইউএফএল সার কারখানা প্রতিষ্ঠা করে সরকার।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন দক্ষিণ ডিভিশন) প্রকৌশলী আমিনুর রহমান বলেন, কারখানা দুটি রক্ষণাবেক্ষণ কাজ চলছিল, তাই গ্যাস সরবরাহ বন্ধ ছিল। গতকাল থেকে সিইউএফএলে গ্যাস সরবরাহ শুরু হয়। তবে কাফকোতে এখনো গ্যাস সরবরাহ বন্ধ আছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর