রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শাহজালালে তিন কেজি সোনা জব্দ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি সোনাসহ দুবাই ফেরত দুই যাত্রী গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল তাদের গ্রেফতার করে। তারা হলেন- সুমন ও আমিন অর রশীদ। দুবাই থেকে আসা ইকে-৫৮৪ নম্বর ফ্লাইটের যাত্রী ছিলেন তারা।

গতকাল এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দরে ইকে-৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে ওই দুই যাত্রী আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৬৪ গ্রাম ওজনের চারটি সোনার বার ও ১৯৬ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। ওই দুই যাত্রী ৩৫ডি ও ৩৫জি সিটের যাত্রী। পরে রাত সাড়ে ১২টায় আটক ওই দুই যাত্রীর দেওয়া তথ্যে তারা যে ফ্লাইটে এসেছিলেন সেই ফ্লাইটের সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০টি ছোট ছোট প্যাকেট পাওয়া পাওয়া যায়। এসব প্যাকেট খুলে ২ কেজি ৩৪০ গ্রামের সোনার পেস্ট জব্দ করা হয়। সব মিলিয়ে গ্রেফতার দুজনের কাছ থেকে মোট তিন কেজি সোনা জব্দ করা হয়।

এসব সোনার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা। এ ঘটনায় কাস্টমস আইনে মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর