রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গ্যাসলাইনে কাজের সময় বিস্ফোরণে ছয়জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জুরাইনে লিকেজ গ্যাসলাইনে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বিস্ফোরণ ঘটায় পাঁচ শ্রমিকসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- জুম্মান, সিরাজ, খলিলুর রহমান, আজিজুল, জিহাদ ও আবদুর রহমান।

শুক্রবার রাতে জুরাইন কবরস্থান রোডে গ্যাসলাইনে মাটি কাটা ও মেরামতের সময় এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, রাতে জুরাইন থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে আনা হয়। তার মধ্যে গুরুতর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে খলিলের শরীরের ৩০ ও সিরাজুল ইসলামের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যরা সামান্য দগ্ধ হলেও তাদের অবজারভেশনে রাখা হয়েছে, একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিতাস জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার (দক্ষিণ) প্রকৌশলী শবিউল আলম বলেন, ‘জুরাইন কবরস্থানের পেছনের রাস্তায় মাটির নিচ থেকে গ্যাস লিকেজ হচ্ছে, এমন সংবাদ পাই।’

শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে লিকেজ সারানোর জন্য শ্রমিকদের দিয়ে গর্ত করানো হয়। সে সময় গর্তে পাশের ড্রেনের পানি চলে আসে। পরে বৈদ্যুতিক আলো দিয়ে মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের জন্য লাইন দিতেই স্পার্ক হয়ে আগুন লেগে যায়। এতে তারা দগ্ধ হয়েছেন। গর্তে ছিলেন শ্রমিক খলিল, বাকিরা গর্তের চারপাশে ছিলেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর