রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন কাল শুরু, ফি ৫০০ টাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

গুচ্ছ ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ১৭ অক্টোবর শুরু হয়ে চলবে ২৭ তারিখ পর্যন্ত। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে নির্ধারিত ৫০০ টাকা ফিতে ওই বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের সাবজেক্ট পছন্দ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ২২টি বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি কার্যক্রম একটি ওয়েবসাইটের মাধ্যমেই সম্পন্ন করা হবে। এদিকে ভর্তি বিজ্ঞপ্তিতে কয়েকটি বিশেষায়িত বিভাগের জন্য ব্যবহারিক পরীক্ষা আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে। বিশেষায়িত বিভাগগুলো হলো স্থাপত্য, সংগীত, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ও চারুকলা।

উল্লিখিত বিভাগগুলোতে পছন্দক্রমে অন্তর্ভুক্ত করলে ব্যবহারিক ফি বাবদ অতিরিক্ত ৩০০ টাকা জমা দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর