মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

রংপুরে জাপার সম্মেলন ঘিরে ব্যাপক উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ২৫ অক্টোবর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। জাপা চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুসহ প্রায় একডজন কেন্দ্রীয় নেতা সম্মেলনে অংশগ্রহণ করার কথা রয়েছে। তবে জাপার জি এম কাদের পন্থিদের মাঝে ব্যাপক প্রস্তুতি দেখা গেলেও রওশন এরশাদপন্থি নেতা-কর্মীরা নির্জীব রয়েছেন। তারা  প্রকাশ্যে না এসে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। সম্মেলন ঘিরে সাজ সাজ রব দেখা গেলেও অনেক নেতা-কর্মী মনে করছেন আগের কমিটিই বহাল রাখা হতে পারে। বর্তমান কমিটিতে সভাপতি পদে প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইয়াসির। দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জাপার দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছিল ২০১৭ সালে। এর পরে ২০১৮ সালের আগস্টে আগের কমিটি বহাল রেখে দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।  বর্তমানে কমিটির মেয়াদ দুই বছর পার হয়েছে।  ২৫ অক্টোবর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।  সম্মেলন সামনে রেখে ইতোমধ্যে নগরীর ৩৩টি ওয়ার্ডে জাপার কমিটি গঠন করতে পারলেও মহানগরের ৬টি থানায় সেটি হয়নি। তবে জাপা নেতারা বলেছেন, সম্মেলনের পরে থানা কমিটি গঠন করা হবে। জাপার একাধিক নেতা মনে করেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের জন্য এই সম্মেলন অনেক গুরুত্ব বহন করবে। বিগত সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে জাপার মনোনীত প্রার্থী বিজয়ী হন। বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে এবং পার্টিকে সংগঠিত করতে এই সম্মেলনের গুরুত্ব অনেক। জানতে চাইলে রওশন এরশাদপন্থি একাধিক নেতা-কর্মী বলেন, রওশন এরশাদ দেশে ফিরলে দলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

রওশন এরশাদের সিদ্ধান্ত মতে তারা চলবেন। মহানগর জাপার সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইয়াসির বলেন, সম্মেলনকে ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে রংপুরে জাপার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর