মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জাল সার্টিফিকেট ও ভুয়া এনআইডি তৈরি করত ওরা

দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছিল মোটা অঙ্কের টাকা

নিজস্ব প্রতিবেদক

জাল সার্টিফিকেট ও ভুয়া এনআইডি তৈরি করত ওরা

জাল সার্টিফিকেট ও ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করত ওরা। স্বল্পশিক্ষিত ছাত্রছাত্রী এবং নিরীহ জনগণের সরলতার সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। তবে এবার আর নিজেদের আড়াল করে রাখতে পারেনি ওরা। র‌্যাব-৩ এর একটি দল পৃথক অভিযানে গত রবিবার দিবাগত রাতে পল্টন ও সবুজবাগ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে পল্টন থানা এলাকার মজিদ এন্টারপ্রাইজ নামের একটি দোকানে অভিযান চালিয়ে মো. আবদুল মজিদ (২৫), তার সহযোগী মো. মাসুম (২৭) এবং সবুজবাগের খাজানা কম্পিউটার অ্যান্ড স্টুডিও থেকে চক্রের মূলহোতা মো. সাইফুল ইসলামকে (৪৩) গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা দুটি জাল সার্টিফিকেট, দুটি সিপিইউ, দুটি মনিটর, দুটি কি-বোর্ড এবং দুটি প্রিন্টার জব্দ করে র‌্যাব।

র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছিল মোটা অঙ্কের টাকা। তাদের সরবরাহকৃত ভুয়া সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড নিয়ে অনেকেই ভয়াবহ জটিলতায় পড়েছেন। তাদের অনেকেই জানতেন না এগুলো ভুয়া। আবার অনেকে জেনেশুনেই এই চক্রের কাছ থেকে ভুয়া এনআইডি এবং সার্টিফিকেট সংগ্রহ করেছেন। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছেন। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর