বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিরল অজগর উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

বিরল অজগর উদ্ধার

ভারতে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা দুটি অজগর সাপ উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় আন্তর্জাতিক বণ্যপ্রাণী পাচারকারী দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল জিএমপির উপকমিশনার (মিডিয়া) আলমগীর হোসেন সদর দফতরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তি হলেন মো. মোহন মিয়া (২৭)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার খোরাইদ সাপুড়ে পাড়া এলাকার বালা মিয়ার ছেলে।  জিএমপির উপকমিশনার (মিডিয়া) আলমগীর হোসেন জানান, পাচারকারী দলের তিনজন সদস্য পাচারের উদ্দেশ্যে কয়েকটি অজগর সাপসহ বণ্যপ্রাণী নিয়ে জেলা শহরের সদর থানাধীন জয়দেবপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সড়কে সোমবার সন্ধ্যায় অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে জিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর বিভাগ) রেজওয়ান আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে মোহন মিয়াকে সাপভর্তি একটি বাক্সসহ আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই চক্রের অন্য দুজন পালিয়ে যায়। পুলিশ আটক বাক্স থেকে প্রায় ৬ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর