বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

খুলনায় ‘নিরালা-২’ আবাসিক প্রকল্প স্থগিত করেছে কেডিএ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরীতে বাসস্থানের সংকট নিরসনে প্রস্তাবিত খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নিরালা-২ আবাসিক প্রকল্প আপাতত স্থগিত করা হয়েছে। ডুবি ও খোলাবাড়িয়া মৌজায় বসবাসরতদের প্রতিবাদের মুখে কেডিএ নতুন এই আবাসিক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত স্থগিত করে। গতকাল নিজস্ব মিলনায়তনে গণশুনানিতে কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম এ কথা জানান। খোলাবাড়িয়া ডুবি মৌজার ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মো. নাজমুল কবির সাদি জানান, আবাসিক প্রকল্পের জন্য ভিটেবাড়ি অধিগ্রহণ করা হলে তাদের মাথা গোঁজার ঠাঁই থাকবে না। এখানকার বাসিন্দারা স্বল্প আয়ের মাধ্যমে জীবনযাত্রা নির্বাহ করেন। উল্লেখ্য, ডুবি, খোলাবাড়িয়া, মাথাভাঙ্গা, লবণচরা ও হরিণটানা মৌজার ১৫০ একর জমি নিয়ে নিরালা-২ নামে আবাসিক প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল কেডিএ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর