বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে পাবনায় সমাহিত মাসুম আজিজ

সাংস্কৃতিক প্রতিবেদক

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে পাবনায় সমাহিত মাসুম আজিজ

অভিনেতা মাসুম আজিজের লাশ গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান -বাংলাদেশ প্রতিদিন

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে গ্রামের বাড়ি পাবনার পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মাসুম আজিজ। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে মৃত্যুবরণ করেন বরেণ্য এই অভিনেতা। এরপর লাশ রাখা হয় হাসপাতালের হিমাগারে। গতকাল বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর লাশ আনা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সেখানে লাশে শেষ শ্রদ্ধা জানান রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের মানুষ। অশ্রুসিক্ত নয়নে প্রয়াত এই গুণীকে শেষ শ্রদ্ধা জানান অভিনেতা সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, অভিনেত্রী দিলারা জামান, নাট্যজন মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, নাদের চৌধুরী, আহসান হাবিব নাসিম, নির্মাতা সালাহউদ্দিন লাভলু, চয়নিকা চৌধুরী, আবদুন নূর সজল প্রমুখ। শ্রদ্ধা নিবেদন করতে এসে আসাদুজ্জামান নূর বলেন, ‘মাসুম আজিজ একটি কথা বলেছিল সে, “আমি সারা জীবন শুধু নাটক করতে চেয়েছি, অন্য কিছু নিয়ে ভাবিনি”।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর